‘ঝিরিঝিরি বৃষ্টি’-মুজাহিদুল ইসলাম

ঝিরিঝিরি বৃষ্টি মাথায়
সকাল দুপুর সাঁঝে
তাল পাতায় বেণী খোলে
বাবুই ভিটা খোঁজে
ভিটা পেলে লম্বা চুলে
দোলছে দেখি খুব
বাবুই রাণী বাসা বুনে
রাজা বাবুই চুপ
দুটি মনে মিলেমিশে
ঘর সাজালো শেষে
বাদল ঝড়ে নেইকো ভয়
এবার বাবুই দেশে
সুখের ঘরে ক’দিন পরে
এলে বাচা ধন
তাল পাড়াতে জাগলো সাড়া
খুশীতে ভনভন।
ভোরেরসিলেট/বিএ