আমি লজ্জিত, আমি নারী

চিৎকার করে বলছি আমি
শুনো হে মানবজাতি,
বার বার নারী লাঞ্চিত, বিবস্ত্র
ঘুমন্ত তুমি, আমি!
আমি লজ্জিত! আমি স্তম্ভিত!
আমি নারী!
এ দায় কার?
সভ্য সমাজে বর্বর কেন বাস?
তবে কী আমরা আদিম! অসভ্য!
ক্রমাগত নীচে ধাবমান!
আর কত লাঞ্চনার পরে
জাগবে মানবজাতি?
কঠোর আইনে কঠোর শাস্তি
আর কত বাকী?
সবার চোখে কালো চশমা,
উন্নয়নের রণযাত্রায় ধর্ষণের মহামারি!!
দেশতো নয় ফিলিস্তিন! চায়না, মিয়ানমার!
এ আমার বাংলাদেশ!
এখানে কেনো নারীর আর্তনাদ?
প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী
নারী, নারীর জয় – জয়কার!
আমার আক্রোশ নয় পুরুষ!
নেই কেন আইন? নেই শাসন!
নারীর সুরক্ষা রাষ্ট্রীয় কাজ কী নয়?
জাগ্রত বিবেক নিরুত্তর!
দিন কী তবে ঘনিয়ে আসছে?
মহা প্রলয়ের দিন !!
লেখক: আনারকলি, দূবাই থেকে