ফেঞ্চুগঞ্জে ৮ঘন্টা বিদ্যুৎ থাকবে না রোববার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ পল্লিবিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন রাজনপুর, ছত্তিস, বাঘমারা, গয়াসি ও আশপাশ এলাকায় আগামীকাল রোববার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ পল্লিবিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মাহমুদুল হাসান।
এজিএম মাহমুদুল হাসান জানান, বিদ্যুতের খুঁটি সরানো এবং বিদ্যুতের লাইনের উপর গাছ-পালার ডাল-পালা কাটার জন্য আগামীকাল রোববার ৮ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
ভোরেরসিলেট/বিএ