‘আমার ডায়েরি’-সুমাইয়া আক্তার

আমার ডায়েরি জানে
আমার মনের সকল কথা,
ঐ ডায়েরিতে আছে
আমার না বলা কত ব্যাথা।
ঐ ডায়েরিতে লেখা
বিচিত্র সকল কবিতা,
আমার ডায়েরি ভরা
কত ফুলের পাপড়ি আর পাতা।
ঐ ডায়েরিতে আছে
আবদ্ধ আমার সব কাব্য,
ঐ ডায়েরিতে আছে
মা এর ভালোবাসার পদ্ম।
আমার ডায়েরির ভিতর
জমা আছে কত না স্মৃতি,
ঐ ডায়েরিতে আছে
ভালোবাসা সকলের প্রতি।
ভোরেরসিলেট/এআই/বিএ