সিলেটে ছাত্রদলের কয়েকটি ইউনিট কমিটি বাতিল
প্রকাশিত হয়েছে : ২:১০:৩৪,অপরাহ্ন ০৯ জুন ২০১৮
নিউজ ডেস্ক:: সাংগঠনিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে সিলেট এবং মানিকগঞ্জের কয়েকটি ইউনিট কমিটি বাতিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাঠোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক নিয়ম লঙ্ঘন করে গত ৬ জুন সিলেটের জৈন্তাপুর উপজেলা, কানাইঘাট উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ পৌরসভা, গোয়াইনঘাট উপজেলা কমিটি এবং মানিকগঞ্জের শিবালয় থানা, হরিরামপুর থানা, দৌলতপুর থানা, সিংগাইর থানা, সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ, মানিকগঞ্জ পৌর, সিংগাইর পৌর, ঘিওর থানা শাখা ঘোষণা করায় এসব কমিটি বাতিল করা হল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে দেশের সব সাংগঠনিক ইউনিটকে তাদের অধীনস্থ ইউনিট গঠন ও পুনঃগঠন স্থগিত রাখতে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।